প্রযুক্তি কি?

মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল। মানব সমাজের প্রেক্ষিতে প্রযুক্তির সংজ্ঞায় বলা যায়, "প্রযুক্তি হল কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার পারিপার্শ্বিক  উন্নয়নকার্যে ব্যবহার করে।" যেকোন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান সম্বন্ধে জ্ঞান এবং তা দক্ষভাবে ব্যবহারের ক্ষমতারকেও প্রযুক্তি বলা হয়।

তথ্য-প্রযুক্তি এক সাথে ব্যবহার হলেও শাব্দিক অর্থে বেশ পার্থক্য বিদ্যমান। তথ্য হলো ডাটা বা উপাত্ত, যা আমাদের প্রযুক্তির উপকরণ। আর প্রযুক্তি হলো বিজ্ঞানের শেষ্ঠতম ও বিষ্ময়কর আবিষ্কার। বিদ্যুৎ দ্বারা পরিচালিত বেশ কিছু ইলেক্ট্রিক ডিভাইস।প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্য যুগ পেরিয়ে আধুনিক যুগের অসংখ্য বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এবং সাধনার ফসল আজকের এই আধুনিক প্রযুক্তি, যার নাম কম্পিউটার।এ নামটির সাথে কমবেশি সবাই পরিচিত। একজন দক্ষ প্রযুক্তিবিদ এই কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে তথ্য বা উপাত্তকে প্রক্রিয়াজাত করণের মাধ্যমে কাঙ্খিত ফলাফল লাভসহ গবেষনা, তথ্য সংরক্ষণ ও সম্পাদনা করার আবাদ সুযোগ পেয়ে থাকেন।বর্তমান যুগটাই হচ্ছে কম্পিউটারের যুগ। কম্পিউটার পদ্ধতি নেই এমন কোন যন্ত্রের দেখা পাওয়া এখন খুবই মশিকিল। ঘরে-বাইরে, মহাকাশে, মহাসমুদ্রে, শিক্ষা-দিক্ষা, চিকিৎসা ইত্যাদি যেদিকেই তাকাই না কেন সেখানেই নজরে পড়বে এই কম্পিউটার প্রযুক্তির ব্যবহার। আমাদের চারপাশে যে সব বৈদ্যুতিক সামগ্রী ছড়িয়ে আছে সেগুলোও কম্পিউটার প্রযুক্তির সাথে জড়িত। 

একবিংশ শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান। বাংলাদেশে একটু দেরিতে হলেও এর ব্যবহার ব্যাপক ভাবে বিস্তৃতি লাভ করছে। একথা অনম্বীকার্য যে প্রযুক্তি ছাড়া গোটা পৃথিবীই আজ অচল।গবেষণা থেকে শুরু করে, ব্যবসা, শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ ঘরে-বাইরে, মহাকাশে, মহাসমুদ্রে সকল ক্ষেত্রেই আজ প্রযুক্তির ছোঁয়া। প্রযুক্তির ব্যবহার ছাড়া আজকের পৃথিবীতে কোন কিছুই কল্পনা করা যায় না। তাই প্রযুক্তি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই সাম্যক জ্ঞান থাকা একান্ত আবশ্যক।

বাংলাদেশের সর্বত্র তথা- ব্যবসায়, শিক্ষা, কৃষি, উন্নয়নমূলক, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডসহ সকল কর্মক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।মোট কথা বাংলাদেশকে একটি তথ্য-প্রযুক্তিতে সম্বৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখতে চায় এ দেশের সরকার ও জনগন।এলক্ষ্যে প্রযুক্তির উন্নয়নে নিরলস কাজ করে চলেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরগুলো।


মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল। অবশ্য অনেক প্রাযুক্তিক উদ্ভাবন থেকেই আবার বিজ্ঞান ও প্রকৌশলের অনেক জ্ঞানের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মানব সমাজের প্রেক্ষিতে প্রযুক্তির সংজ্ঞায় বলা যায়, "প্রযুক্তি হল কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার প্রতিবেশের উন্নয়নকার্যে ব্যবহার করে।" যেকোন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান সম্বন্ধে জ্ঞান এবং তা দক্ষভাবে ব্যবহারের ক্ষমতারকেও প্রযুক্তি বলা হয়। - See more at: http://www.bd24live.com/bangla/article/34245/index.html#sthash.bW0oDjXX.dpuf
মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল। অবশ্য অনেক প্রাযুক্তিক উদ্ভাবন থেকেই আবার বিজ্ঞান ও প্রকৌশলের অনেক জ্ঞানের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মানব সমাজের প্রেক্ষিতে প্রযুক্তির সংজ্ঞায় বলা যায়, "প্রযুক্তি হল কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার প্রতিবেশের উন্নয়নকার্যে ব্যবহার করে।" যেকোন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান সম্বন্ধে জ্ঞান এবং তা দক্ষভাবে ব্যবহারের ক্ষমতারকেও প্রযুক্তি বলা হয়। - See more at: http://www.bd24live.com/bangla/article/34245/index.html#sthash.bW0oDjXX.dpuf