আর কাউকে টাকা দিতে হবে না।এখন নিজেই পারবেন ম্যাজিক কল বা ম্যাজিক মেসেজ (যে কোন নাম্বার দিয়ে কল/মেসেজ) করতে।আমি কোন টাকা ছাড়াই ট্রিকবিডি সদস্যদের উপহার দিলাম।তবে এর কোন খারাপ ব্যবহারের জন্য আপনিই দায়ি থাকবেন।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম ম্যাজিক কল(যে কোন নাম্বার দিয়ে কল) দেওয়ার সিস্টেম।
ম্যাজিক কল দেওয়ার সিস্টেম হলো দুটি।
১.ইন্টারনেট ব্যাবহার করে।(ফ্রি)
২.ইন্টারনেট ছাড়া।(ম্যাজিক কল id দয়ে)
আমি আজ আপনাদের শিখাবো কি করে নেট ব্যবহার করে ফ্রি ম্যাজিক কল বা মেসেজ করা যায়।
তবে বুঝতে কনো সমস্যা হলে পোষ্ট এর শেষে আমার ফেসবুক আইডি দেওয়া আছে,মেসেজ করতে পারেন।
এখন থেকে আপনিও যে কাউকে কল দিয়ে চমকে দিতে পারবেন।
ধরুন আপনার বন্ধুকে কল দিলেন,কিন্তু তার মোবাইলে সে দেখলো,তার নাম্বার থেকেই তার সিমে কল এসেছে,কেমন হবে তখন!(ভাবুন)
এছাড়াউ এটি দিয়ে আপনি যে কারো নাম্বার কপি করে,অন্যকে বোকা বানাতে পারবেন।
একটা উদাহরণ দেই:
কয়েক দিন আগে আমি আমাদের এলাকার OC এর নাম্বার কপি করে দিলাম এক পাতি নেতাকে ফোন।বল্লাম তার নামে কেস হয়েছে।তার পর সে কি অবস্থা তার!!!!
যাক অনেক কথা বলে ফেল্লাম ফিচার নিয়ে এবার সরা সরি কাজে চলে যাচ্ছি।
আপনাদের যেটা আমি শিক্ষাচ্ছি এটি করতে হবে একটি সফটওয়্যার দিয়ে।
২.এবার অপেন করে নিচে সাইন আপ লিখাতে ক্লিক করুন।(সাইন আপ করার আগে আইলে স্লাইড অরে ফিচার গুলো দেখতে পারেন)।
৩. এখন এখানে ফোন নাম্বার দিয়ে SEND PASS এ ক্লিক করুন।

ম্যাজিক ট্রিক:


আপনি এখানে আপনার নাম্বার না দিয়ে যে কারো নাম্বার মানে আপনি যে নাম্বার দিয়ে অন্যকে কল করতে চান সে নাম্বারটি দিন।
৪.এখন সেই নাম্বারে একটি কোড যাবে তা কনো ভাবে এনে app এ বসান।
৫.বাস হয়ে গেলো।এখন আপনার নাম,মেইল দিয়ে কন্টিনিউ করুন।
এখন বাকি টা আপনারাই পারবেন।
ও আরেকটি কথা এখানে প্রথমে আপনাকে ৩০ ক্রেডিট দিবে ফ্রি।তার পর রিচারজ করতে হবে।
রিচারজ করতে টপ আপ এ যান।
সফটওয়্যার টি ব্যাবহার করতে কোন সমস্যা হলে
বা অফলাইন এ ম্যাজিক কল/ম্যাজিক মেসেজ পাঠানোর ID নিতে আমাকে ফেসবুকে মেসেজ করুন।