দ্যা গ্রেট স্পার্ম রেস ( The Great Sperm Race)


No photo description available.

........................... Chandan Rozario

মহাকাল ধরে অনন্ত অপেক্ষা,
ঝিম মেরে পড়ে থাকা,
অন্ধকার গহ্বরে স্থবির,
প্রহরীর ঘন্টা ধ্বনিতে অস্থির,
মরিয়া ছোটাছুটি,
অন্ধ গলির দীর্ঘ যাত্রা,
বাইরে দাপিয়ে বেড়ায় মৃত্যু।
মহাবিরোধ আর সংঘর্ষ,
দূর্বার বেগে তাড়া খেয়ে ছুটে চলে,
অবশেষে টিকে থাকে গুটিকয়,
বিজয়ী/বিজয়িনী করে নতুন প্রাণের সঞ্চার।