✅ উন্নয়ন বনাম বাস্তবতা:
উন্নয়ন কাকে বলি আমরা?
যখন রঙিন ব্যানারে লেখা হয়, 'দেশ এখন উন্নয়নের মহাসড়কে', তখন আমরা মনে করি উন্নয়ন হয়ে গেছে।
কিন্তু ব্যানার লাগানো মানেই কি উন্নয়ন?
সিলেট থেকে ঢাকায় আসার জন্য ৮ ঘণ্টা লাগলে সেটা উন্নয়ন?
নাকি কুড়িগ্রামে প্রসূতি মাকে খাটিয়া করে হাসপাতালে নিতে হলে সেটা উন্নয়ন?
আমরা পদ্মা সেতু করেছি। গর্বিত!
কিন্তু সেই সেতুর টোলের টাকায় গরীবের চালের বাজারে আগুন লাগে, এটা কি উন্নয়ন?
আমরা মেট্রোরেল চালু করেছি। বাহবা দিলাম।
কিন্তু মেট্রোরেল যখন ৫০ টাকার ভাড়া হয়, তখন ৩০ টাকায় সারা দিনের খাবার কিনতে না পারা লোকটার উন্নয়ন কোথায়?
আমরা বলি, দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
কিন্তু গ্রামের ছেলে রাতে পড়তে বসে বিদ্যুৎ না থাকায় হ্যারিকেন জ্বালায়।
ওই ছেলেটা জানে না যে, সে "উন্নত বাংলাদেশ"-এর নাগরিক।
আমরা বলি, দেশে মাথাপিছু আয় বেড়েছে।
কিন্তু সেটা বেড়েছে শুধু শহরের এয়ারকন্ডিশনড অফিসে বসে থাকা কিছু লোকের জন্য।
কুড়িগ্রামের দিনমজুরের মাথায় আয় বাড়েনি, বরং ভাঙা ছাউনির নিচে আয় কমেছে।
আমরা বলি, 'দেশ ডিজিটাল হয়েছে'।
কিন্তু মোবাইলে ফ্রি ফেসবুক দিয়ে শুধু গালি দেওয়া শিখে যাদের জীবন কেটে যায়, তারা ডিজিটালাইজেশনের কি বুঝবে?
আমরা বলি, দেশে শিল্পায়ন হয়েছে।
কিন্তু সেই শিল্পাঞ্চলের পাশের নদীতে মাছ নেই, বাচ্চা মাছ খুঁজতে গিয়ে আজও ডুবে মরে।
আমরা বলি, টাওয়ার বানাচ্ছি। একের পর এক উঁচু টাওয়ার।
কিন্তু ওই টাওয়ারের ছায়ায় পাটকাঠি পুড়িয়ে চা বানানো শিশুর ছবি দিয়ে বিদেশি পত্রিকা বাংলাদেশকে চিনে।
আমরা বলি, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
কিন্তু চালের দাম শুনে সাধারণ মানুষ এখন মিষ্টি কুমড়ার খিচুড়ি খায়।
ভাতের সাথে এক চামচ ডাল এখন রাজকীয় খাবার হয়ে গেছে।
আমরা বলি, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
কিন্তু রোল মডেল যখন নিজের ছাত্রদের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের বারান্দায় মরে, তখন বুঝতে হয়, উন্নয়ন কিছু পোস্টার আর উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ছাড়া আর কিছু না।
কথা একটাই,
পদ্মা সেতু দিয়ে যতো দ্রুতই চলুন না কেন, যদি স্কুলের টয়লেটে পানি না থাকে, হাসপাতালের বেডে জায়গা না থাকে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা না হয়, তাহলে উন্নয়নের মানে শুধুই মেকি আনন্দ।
আমরা রেকর্ড গড়ি।
আমরা মাইলফলক তৈরি করি।
কিন্তু বাস্তবে আমরা এখনো বিদেশে গিয়ে কাজ করি, ডিগ্রি নিয়ে দেশে রিকশা চালাই।
আর মোবাইলে ফ্রিতে মিম বানাই, মিউজিক ভিডিও বানাই, এবং উন্নয়নের গান গাই।
আসল উন্নয়ন ব্যানারে হয় না। হয় স্কুলের শ্রেণিকক্ষে, হাসপাতালের বেডে, গবেষণাগারে, কৃষকের ক্ষেতে।
যেখানে এসব নেই, সেখানে উন্নয়ন মানে শুধু পোস্টার, ফেস্টুন আর গিনেজ বুকের পাতায় নাম লেখানোর চেষ্টা।