রামছাগলের টেউঁ বড় .........।।

রাম ছাগলের রাজত্ব, দুইটা অনুচর একটা পেতি-ছাগল,একটা খাসী । রাজ্যে আরও ৭ টা ভেড়া আছে। এপারের কচি ঘাসগুলো সব রামছাগল একাই খায়। খাসী উত্তাল নাচে তার বিনোদনের খোরাক যোগায়। প্রচণ্ড খরা, এপারের কচি ঘাস শেষ। রাম ছাগল ওপারের কচি ঘাস খেতে যাবে, ভেড়ারা রাম ছাগলের তল্পিতল্পা নিয়ে নদী পার করে দিয়ে এলো। এর পর অন্যদের ওপারে যাওয়া নিষেধ, কেউ যেন তার কচি ঘাসে ভাগ বসাতে না পারে। শুধু খাসী মাঝে মাঝে যাবে রাম ছাগলকে বিনোদন দিতে। আর পেতি ছাগল সবার উপর নজর রাখবে, কেউ রাম ছাগলের বিরোধিতা করে কিনা। এর মধ্যে বর্ষা চলে এলো, ওদিকে রাম ছাগল একা একা এতো খাবার খেয়ে নিজের টেউঁ এমন বড় বানিয়ে ফেললো যে তার পক্ষে সাঁতরে এপারে আসা অসম্ভব হয়ে পরল। বর্ষার জল পেয়ে এপারে ও অনেক ঘাস হল। ভেড়ারা মনের আনন্দে ঘাস খায়, রামছাগল ওপার থেকে হিংসায় জ্বলে পুরে ছারখার হয়। নিজের রাজ্যের এই অবস্থা, ভেড়ারা কচি ঘাস খাচ্ছে ? রামছাগল নিজের টেউঁ হাতড়ে হাতড়ে আক্ষেপ করে।    Image result for biggest goat