বড় দাদা ড্রাইভিং শিখেছেন অনেক দিন হল, টুকটাক বন্ধুর নিয়ে চিটাগাঙ্গের রাস্তায় আসা যাওয়াও করেছেন অনেকবার। বন্ধুদের প্রায় সবায়ই এর মধ্যে গাড়ি কিনে ফেলেছে। তারা অবশ্য গাড়ি নিয়ে নিয়মিত সোনারগাঁ যাওয়া আসা করে। দাদার এতে যোগ দেয়া হয় না। দাদা এবার একটা সিদ্ধান্ত নিয়েই ফেললো, একটা গাড়ি কিনবে। ১৬/১৭ টা গাড়ির দোকান ঘুরলেন। ভাল গাড়ির ভাল দাম, দাদার আবার কিপটেমির বাতিক। অবশেষে গাড়ি একটা কিনলেন, দেখতে সুন্দর দামে সস্তা। দেখে মনে হয় ভালই চলবে। দাদা খুব খুশি, দোকান থেকেই গাড়ি সাজিয়ে ট্রাকে করে বাড়ি আনলেন। বন্ধুদের নিয়ে একটা জমকালো পার্টি ও দিলেন। পার্টি শেষে দাদা নিজে গাড়ি চালিয়ে সবায়কে দেখাবেন। দাদা গাড়িতে স্টার্ট দিলেন,্দিলেন, দিলেন তো দিলেনই। ভটভট করে গাড়ি স্টার্ট নিয়ে থেমে গেল। এক বন্ধু চেচিয়ে বলে উঠলো আরে থাম থাম তোর নতুন গাড়ির সাইলেন্সারে সমস্যা আছে। দাদার মন খারাপ আবার ট্রাক ভাড়া করে গাড়ি নিয়ে দোকানে হাজির। গাড়ির মেকানিক গাড়ির সমস্যা দেখছে আর বিড়বিড় করে বলছে গাড়িটা অনেক রাফলি ইউজ করা হয়েছে। কি বুঝলেন? দাদা কম দামে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন।