গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় বলিউড অভিনেতা সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল দিয়েছে ভারতের একটি আদালত।
মুম্বাইয়ের একটি আদালত এই সাজা ঘোষণার পর বিকেলের মধ্যেই অবশ্য তিনি হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেয়ে যান।এখন শুক্রবার তার জামিনের আবেদনের শুনানি হবে।
২০০২ সালের ২৮শে সেপ্টেম্বর মুম্বাইয়ে সালমানের গাড়ি ফুটপাতে কয়েকজন ঘুমন্ত মানুষের ওপর উঠে গেলে একজন নিহত হন।
ওই ঘটনায় আহত হন আরও চারজন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
যদিও অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন ওই সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না।
তবে আজ আদালতে বিচারক বলেছেন সালমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে।
বিচারক এ সময় মিস্টার খানের উদ্দেশ্যে বলেন, "আপনি গাড়ি চালাচ্ছিলেন এবং আপনার লাইসেন্স ছিলনা"।
সালমান বলিউডে প্রভাবশালী অভিনেতাদের একজন। তিনি অন্তত ৮০টি হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তাঁর অভিনীত মুভিগুলোর মধ্যে দাবাং, রেডি, বডিগার্ড, মেইনে পেয়ার কিয়া সহ অনেকগুলো ব্যবসা সফল ছবি।
সালমন খানের কারাদন্ডের আদেশে বলিউডে তার সতীর্থরা অনেকেই পাশে দাঁড়ালেও দেশে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াই লক্ষ করা যাচ্ছে - অন্যদিকে বলিউড অর্থনীতির যারা খোঁজখবর রাখেন তারা বলছেন সালমান খানকে পাঁচ বছর জেলে কাটাতে হলে এই শিল্পে শত শত কোটি টাকা লোকসান হবে।