হুজুর, আমি জানতাম, ‘আপনি কঠিন লোক, যেখানে আপনি বীজ বপন করেন না, সেখানেও আপনি ফসল কাটেন এবং যেখানে আপনি বীজ ছড়ান নি সেখানেও আপনি ফসল সংগ্রহ করেন। লুক-১৯ঃ২৪
By -Admin
June 04, 2018
হুজুর,
আমি জানতাম, ‘আপনি কঠিন লোক, যেখানে আপনি বীজ বপন করেন না, সেখানেও আপনি
ফসল কাটেন এবং যেখানে আপনি বীজ ছড়ান নি সেখানেও আপনি ফসল সংগ্রহ করেন।
কিছু অদক্ষ, অকর্মণ্য ও কপট ব্যক্তি কোন কাজ না করে মহাসুখে দিনের পর দিন কাটিয়ে ও মাসের শেষে বড় অংকের বেতন তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এ ঢুকে যায় । এরা হল সদা প্রভুর লোক, তাই বিজ বপন না করে ও তারা ফসল পেয়ে থাকে।