আজ থেকে শুরু হলো লাউদাতো সি সপ্তাহ ২০২৩। এবারের মূলসুর "ধরিত্রীর জন্য আশা, মানবতার জন্য আশা" Hope for the Earth, Hope for the Humanity)|
এ বছর পোপ ফ্রান্সিসের সর্বজনীন পত্র 'লাউদাতো সি' এর ৮ম বার্ষিকী উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র একটি আহ্বান
‘লাউদাতো সি সপ্তাহ’ উদ্যাপনের সমন্বয়ক প্রতিষ্ঠান ভাতিকানের পোপ মহোদয়ের ‘সমন্বিত মানব উন্নয়ন’ নামক পুণ্য দপ্তর এর সাথে সম্পৃক্ত হয়ে ‘বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’ (সিবিসিবি) সপ্তাহটি প্রতিবছর পালন করে আসছে। সিবিসিবি গোটা মণ্ডলীকে ‘লাউদাতো সি সপ্তাহ—২০২৩ খ্রিস্টাব্দ’ উদযাপন ও ক্ষুদ্র ক্ষুদ্র কার্যক্রমে সকল খ্রিস্টভক্তকে— শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ক্লাব, যুবসংঘ, পালকীয় সেবাকেন্দ্র, সেমিনারি, ছাত্রাবাস, স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল, এবং সকল ধর্মসংঘ সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছে।
লাউদাতো সি সপ্তাহ — ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে কিছু সুপারিশ ও কিছু দিকনির্দেশনা :