নগ্ন ছবি সেশ্যালে ছড়িয়ে পালিয়েছে প্রেমিক

 তরুণীর নগ্ন ছবি সেশ্যালে ছড়িয়ে পালিয়েছে প্রেমিক


সিরাজগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে এক যুবক পালিয়েছেন বলে অভিযোগ । 

তরুণীর অভিযোগ, বিয়ের প্রস্তাবেও রাজি হয়নি প্রেমিক। এ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত যুবকের নাম জাকির হোসেন (৩০)। তিনি জেলার উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের বাসিন্দা।

দুই বছর আগে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। গত এক সপ্তাহ ধরে জাকিরকে দ্রুত বিয়ের ব্যাপারে বললে তাদের মনোমানিল্য হয়। আবারও অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলে কয়েকটি নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে বাড়ি থেকে পালায় জাকির। শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। 

ওই তরুণীর বাবা জানান, জাকিরের পরিবারে বিয়ের ব্যাপারে কয়েক দফা অনুরোধ করেও ফল হয়নি। বরং থানায় অভিযোগ দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে জাকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে জাকিরের বাবার সঙ্গে কথা বলতে চাইলে তিনিও রাজি হননি।

এদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে জাকিরের চাচাতো ভাই বলেন, এই দায় পরিবার নেবে না। আইন অনুযায়ী জাকিরের যা হওয়ার তা হবে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন, এমন অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জাকিরকে ধরতে চেষ্টা চালাচ্ছে।