কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আফফান শেখ (২৫) নামের এক ভারতীয় যুবক প্রায় তিন বছর জেল খেটে নিজ দেশে ফিরে গেছেন। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার সরকারপাড়া গ্রামের ইসলাম শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে আফফান শেখ বাংলাদেশ প্রবেশ করে। এ সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাকে আটক করে মামলা দায়েরসহ থানায় সোপর্দ করে। বাংলাদেশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আদালত তাকে ৩ বছর কারাদণ্ডের আদেশ দেন। তিন বছর জেল খেটে বৃহস্পতিবার দুপুরে দর্শনা আইসিবি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. আবু নাঈম, দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ কমান্ডার নায়েব সুবেদার মো. আ. জলিল, দর্শনা থানার এসআই স্বপন কুমার ধর, চুয়াডাঙ্গা ডিএসবি সদস্য কনস্টেবল মো. কামাল, এনজিও কর্মী মো. আহসান হাবিব এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের গেদে সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, ভারতীয় গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার এসি মহেশ, কৃষ্ণগঞ্জ থানার এসআই সুমন কুমার ঘোষ, ডিআইও কৃষ্ণগঞ্জ রতন কুমার বিশ্বাস, কাস্টমস ইনচার্জ সুব্রত মণ্ডল, এনজিও কর্মী চিত্তরঞ্জনসহ ভারতীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে ভারতীয় নাগরিককে হস্তান্তরনামা মূলে ভিকটিমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।