ভিডিও: সিলেট ভোলাগঞ্জে বর্ডার হাটের প্রথম দিন
ভোলাগঞ্জে যাত্রা শুরু করলো সিলেট জেলার প্রথম বর্ডার হাট
ভারতের মেঘালয়ের ইস্টখালি হিলস ও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত এ বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার দুদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। এখানে ভারতের ২৬টি ও বাংলাদেশের ২৪টি স্টল থাকবে।
হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। আবেদনকারী বিক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৪ জন বিক্রেতা বাছাই করা হবে।
পরবর্তীতে অন্যান্য আবেদনকারী বিক্রেতাদের
লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হবে। আবেদনকারী ক্রেতাদের মধ্যে বর্ডার হাট
ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত
কার্ড বিতরণ করা হয়েছে।
একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলা টাকায় পণ্য কিনতে
পারবেন। প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও
বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা দিতে হবে। ওই টাকা বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির
অনুমোদনক্রমে হাটের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।