Skip to main content
চা শ্রমিকদের প্রতি ব্রিটিশদের মিথ্যা প্রলোভন
ইংরেজ
ব্যবসায়ীরা মিথ্যা প্রলোভন দেখিয়ে (‘গাছ হিলায়ে গা
তো পাইসা মিলেগা’ বা ‘গাছ নাড়লে
টাকা মিলবে’) আজীবন কাজের শর্তে চুক্তিবদ্ধ করে ভারতের বিহার,
মাদ্রাজ, উত্তর প্রদেশ, ওড়িশা প্রভৃতি অঞ্চল থেকে কানু, তেলেগু,
লোহার, রবিদাস, গোয়ালাসহ প্রায় ১১৬টি আদিবাসী জনগোষ্ঠীকে চা বাগানের শ্রমিক
হিসেবে সংগ্রহ করে।