দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে গিফু শহরের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) ফায়ারিং রেঞ্জে এই ঘটনা ঘটে। ১৯৮৪ সালের পর রেঞ্জে এই প্রথম এমন ভয়াবহ গুলির ঘটনা ঘটল বলে জিএসডিএফের চিফ অব স্টাফ জেনারেল ইয়াসুনোরি মরিশিতা সাংবাদিকদের জানান।
হতাহত একজনের বয়স ৫০ এর কোটায়, আর বাকি দুজনের বয়স বিশের কোটায়। ঘটনার পর তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। অভিযুক্ত সৈনিক এখন পুলিশ হেফাজতে রয়েছে। গেল এপ্রিলে তিনি জিএসডিএফে যোগ দেন।
মরিশিতা এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা এই ঘটনার তদন্ত করব যাতে এমন ঘটনা আর না ঘটে।
জাপানে গোলাগুলির ঘটনা অনেকটাই বিরল। দেশটিতে বন্দুকের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। কেউ একটি বন্দুকের মালিক হতে চাইলে তাকে অবশ্যই কঠোর ব্যাকগ্রাউন্ড তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়।
ন্যাশনাল পুলিশ এজেন্সি দেওয়া তথ্য অনুযায়ী গেল বছরজাপানে গুলিতে
মৃত্যুর চারটি ঘটনা ঘটে। এর মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেও।