**গ্রামীণফোন ও সিম্ফনির নতুন স্মার্টফোন ‘এটম৫’ – আধুনিক প্রযুক্তি সবার নাগালে!

 


দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং স্থানীয় হ্যান্ডসেট নির্মাতা সিম্ফনি যৌথভাবে বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘এটম৫’‘বাংলাদেশে তৈরি’ ট্যাগলাইনসহ এই ফোনটি উন্নত প্রযুক্তির স্পর্শে প্রিমিয়াম সব সুবিধা দেবে, যা সবার হাতের নাগালে থাকবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

এই অংশীদারিত্বের লক্ষ্য হলো সারাদেশে ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা।

সিম্ফনি এটম৫-এর ফিচারসমূহ:

৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে
১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর
৮ জিবি র‌্যাম (৪ জিবি এক্সপান্ডেবলসহ)
৬৪ জিবি রম
৫২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “সুলভ মূল্যে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটম৫ বাজারে আনা হয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। এটম৫ আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের অনন্য সমন্বয়।”

কালার ও মূল্য:

এটম৫ চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে: ডিভাইন গোল্ড, মেরিন ব্লু, অক্সি ব্ল্যাক ও টাইটানিয়াম গ্রে
📌 মূল্য: ৮,৪৯৯ টাকা (অনলাইন ক্রয়ে ভ্যাট ছাড়া)