Photo credit: khonjkhobor.in |
রমজানের ঈদ আসন্ন, ছিনতাই চক্র খুবই সক্রিয় হয়ে উঠেছে এই এলাকা গুলোতে। প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। যেন নির্বাক, নিস্তব্ধ আইনশৃঙ্খলা বাহিনী, আতংকিত সাধারণ মানুষ। ছিনতাইয়ের কবলে পড়ে প্রান পর্যন্ত হারাতে হচ্ছে। কোথায় নিরাপত্তা, কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা?
মিরপুর ১০ নাম্বারে প্রতিদিন হারাতে হচ্ছে ব্যাগ, মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ও গয়না। সাধারণ মানুষের বেস্ততার সুযোগে ছিনতাইকারিরা কাটছে ব্যাগ, মারছে পকেট। এদের থামানো অতি জরুরী। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সাধারণ মানুষের অনুরোধ, এদের আইনের আওতায় নিয়ে আসুন।